প্রকাশিত: Fri, May 5, 2023 5:34 AM
আপডেট: Wed, May 7, 2025 7:40 PM

হংকং ও ইতালিতে যাচ্ছে রাজশাহীর আম

মঈন উদ্দিন: বৃহস্পতিবার গাছ থেকে আম নামিয়ে প্যাকেজিং করে ঢাকার আদব ইন্টারন্যাশনালের মাধ্যমে এই আম পাঠানো  হয় বলে উপজেলা কৃষি কর্মকর্তা শফিউল্লাহ সুলতান  জানান। বাঘা উপজেলার পাকুড়িয়া গ্রামের আম উৎপাদনকারী প্রতিষ্ঠান সাদিয়া এন্টারপ্রাইজের মালিক শফিকুল ইসলাম ছানা বলেন, গুটি প্রজাতির আমের এই প্রথম চালান যাচ্ছে । এটি আগাম জাতের আম। খেতেও খুব ভালো এবং স্বাদের। 

তিনি আরো বলেন, প্রথম হিসেবে ৩০০ কেজি ইতালি এবং ৭০ কেজি পাকা ও ৭০ কেজি কাঁচা আম হংকংয়ে রপ্তানি করা হয়েছে।

উপজেলা কৃষি কর্মকর্তা শফিউল্লাহ সুলতান বলেন, এ আম দেশি গুটি জাতের চোষা আম। রপ্তানির জন্য বেশ ভালো। খেতেও খুব সুস্বাদু।